সঙ্কেত ডেস্ক: ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বুধবার সকালেই CGO কমপ্লেক্সে পৌঁছন তিনি। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল।ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এরই মাঝে কারা দফতরের দায়িত্ব ছাড়েন অখিল গিরি। তারপর ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের পাশাপাশি কারা দফতরের অতিরিক্ত দায়িত্ব রয়েছে চন্দ্রনাথের উপর।
পশ্চিমবঙ্গের প্রাথমিকের স্কুল নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় ২০২৪ সালের মার্চ মাসে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এর বাসভবনে অভিযান চালিয়েছিল ইডি। মাঝে লোকসভা নির্বাচনের পর কেটে গিয়েছে অনেকটা সময়। এবার বাসভবন থেকে বাজেয়াপ্ত হওয়া ফোন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ৪ সেপ্টেম্বর ইডি দফতরে ডেকে পাঠানো হয় চন্দ্রনাথকে।
ইডির তলব পেয়ে বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হলেন রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। নিয়োগ ‘দুর্নীতি’র তদন্তে নেমে কুন্তলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই তল্লাশি অভিযানের সময় একটি রেজিস্টার খাতা তদন্তকারীদের হাতে আসে।রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে চন্দ্রনাথের নাম প্রথম সেই খাতা থেকেই প্রকাশ্যে আসে তদন্তকারীদের হাতে। সেই রেজিস্ট্রারে ১০০ জন চাকরিপ্রার্থীর তালিকা লেখা ছিল।চন্দ্রনাথের মাধ্যমেই ১০০ জন চাকরিপ্রার্থী কুন্তলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এমনই তথ্য আছে ইডির কাছে।