সঙ্কেত ডেস্ক: রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ এপ্রিল কোচবিহারে বিজেপির হেভিওয়েট প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে কোচবিহার রাসলীলা ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ৭এপ্রিল বালুরঘাটে সভা করবেন নমো । এছাড়াও উত্তরমঙ্গের রায়গঞ্জ,,মালদহে সভা করবেন প্রধানমন্ত্রী। ভোটের প্রচারে অন্তত ১৫ টি সভা করবেন তিনি। রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনিও প্রায় চোদ্দ থেকে পনেরোটি সভা করবেন বলে বিজেপি সূত্রে খবর।
বিজেপি সূত্রে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে উত্তরবঙ্গে পাঁচটি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দক্ষিণবঙ্গে বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথিতে তাঁর জনসভা করার কথা। দক্ষিণ ২৪ পরগনায় একটি সভা করতে পারেন মোদী। কলকাতায় শহিদ মিনার ময়দানে মোদী অথবা অমিত শাহকে দিয়ে জনসভা করাবার প্রস্তুতি নিচ্ছে বঙ্গ বিজেপি। এছাড়া অমিত শাহ জনসভা করবেন দার্জিলিং, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বোলপুর, বনগাঁ, তমলুক, ঘাটাল, দমদম, বসিরহাট, বারাসত ও কলকাতায়। জলপাইগুড়ি, বহরমপুর, বারাকপুর, উলুবেড়িয়া, ঝাড়গ্রাম-সহ বেশ কিছু লোকসভা কেন্দ্রে সভা করবেন জে পি নাড্ডা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত‌্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও বাংলায় প্রচারে আসবেন বলে বঙ্গ বিজেপি সূত্রে জানা যাচ্ছে।সেই সঙ্গে এবারও বাংলায় ভোট প্রচারে আসবেন স্মৃতি ইরানি, মুক্তার আব্বাস নকভির মতো বিজেপি নেতানেত্রীরা।

উল্লেখ্য ২০১৯-এর লোকসভা এবং ২০২১ -এর বিধানসভা নির্বাচনে বাংলায় প্রায় রোজই প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই নিয়ে বিরোধীরা ডেইলি প্যাসেঞ্জার বলে কটাক্ষ করেছিল । এবারও বিরোধীরা সেই পথ অনুসরন করবে বিরোধীরা এমনটা অভিমত ওয়াকিবহাল মহলের।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *