সঙ্কেত ডেস্ক: বৈদেশিক মুদ্রা লঙ্ঘন মামলায় অনিয়মের অভিযোগে তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রকে তৃতীয় সমন জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মহুয়া মৈত্রকে এই ঘটনার তদন্তে যোগ দিতে এবং দিল্লিতে ইডির সদর দফতরে তদন্তকারীদের সামনে হাজির হতে বলা হয়েছে। ১১ ও ১৯ ফেব্রুয়ারি তদন্তকারীদের সামনে হাজির না হওয়ায় আগের দুটি তলবের পর নতুন তলব জারি করা হল আজ বুধবার। ফেমা (FEMA) আইনে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
সূত্রের খবর মহুয়া মৈত্রকে এই মামলা সম্পর্কিত কিছু বিদেশী বিনিয়োগ সম্পর্কিত কিছু নথি নিয়ে তদন্তে যোগ দিতে বলা হয়েছে। ১৯৯৯ সালের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট এর ধারায় তৃণমূল প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। দর্শন হিরানন্দানিকেও সমন পাঠিয়েছে ইডি। এর আগে ফেব্রুয়ারিতে হিরানন্দানি গোষ্ঠীর প্রোমোটার নিরঞ্জন হিরানন্দানি ও তাঁর ছেলে দর্শন হিরানন্দানিকে ফেমা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি।
উল্লেখ্য কয়েকদিন আগেই মহুয়ার কলকাতার বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই। এর আগেও একাধিকবার ‘বিদেশি মুদ্রা লেনদেন’ সংক্রান্ত মামলায় তৃণমূল প্রার্থীকে তলব করেছে ইডি। কিন্তু হাজিরা দেননি তিনি।
সামনেই লোকসভা ভোট । ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন। ময়দানে নেমেছে সব রাজনৈতিক দল। ভোটের আবহে ইডি’র এরূপ সক্রিয়তা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।আগামীকাল মহুয়া ইডির ডাকে সাড়া দেবেন কিনা সেটাই এখন দেখার।