সংবাদদাতা,ঝাড়গ্রাম:
সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই ঝাড়গ্রামের সাপধরা এলাকায় জেলা প্রশাসন ও সিআরপিএফ ১৮৪ নং বেটেলিয়ানের পক্ষে রুট মার্চ। লোকসভা নির্বাচনে যাতে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় থাকে তার জন্য বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর চলছে রুট মার্চে।ইতি মধ্যে জঙ্গল মহলে ঝাড়গ্রাম জেলায় পাঁচ কম্পানী কেন্দ্রীয় বাহিনী রয়েছে ভোটের সময় আরো ৮ কম্পানী বাহিনী আসবে। এখন থেকে তাই এলাকায় বিশেষ নজর দারি চালাচ্ছে প্রশাসন কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করে।যে সমস্ত এলাকায় সমস্যা হতে পারে সেই এলাকায় বিশেষ রুটমার্চ চালাচ্ছে জেলা প্রশাসন।।