নৈহাটিতে রোমহর্ষক শুটআউট! নিহত তৃণমূল কর্মী, তদন্তে পুলিশ

সঙ্কেত ডেস্ক: কসবা, মালদার পর এবার নৈহাটি। প্রকাশ্য দিবালোকে রাস্তায় দুষ্কৃতি তাণ্ডব, হামলায় নিহত এক তৃণমূল কর্মী। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার নৈহাটি। বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর গুলি দুষ্কৃতিদের। হাসপাতালে নিয়ে গেলে সন্তোষ যাদব নামে ওই তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরে নৈহাটির গৌরীপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম সন্তোষ যাদব, পেশায় তিনি একজন ব্যবসায়ী হলেও এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গিয়েছে।
এদিন ব্যানার্জিপাড়া দিয়ে যাচ্ছিলেন সন্তোষ। সেই সময় একদল যুবক তাঁর ওপর হামলা চালায়। প্রথমে এক দুষ্কৃতি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। সেই সময় কোনওভাবে বেঁচে যান যুবক। তারপর আরও কয়েকজন দুষ্কতি সন্তোষকে লক্ষ্য করে গুলি চালায়। আর তাতেই মাটিতে লুটিয়ে পড়ে তৃণমূল কর্মী। সন্তোষকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়ছিল। তার মধ্যে দুটি গুলি লাগে মাথায় এবং একটি লাগে গালে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এই ঘটনার পর থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি সন্তোষকে খুন করেছে, অন্যদিকে বিজেপির দাবি গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই খুন।
ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে আসছে রাজেশ নামে এক যুবকের নাম। এমনকী মৃতের মায়ের অভিযোগ, রাজেশের সঙ্গে সন্তোষের দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও কেউ গ্রেফতার হয়নি বলেই জানা যাচ্ছে।