সঙ্কেত ডেস্ক: দ্বাদশ শ্রেণির পাশাপাশি একাদশ শ্রেণির পড়ুয়াদেরও ট্যাব কিনতে ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেইমতো প্রতিটি জেলার ট্রেজারিতে টাকাও পাঠানো হয়েছিল। কিন্তু ওই সিদ্ধান্ত থেকে সরে এল রাজ্য সরকার। জানানো হয়েছে, আপাতত ওই টাকা দেওয়া হবে না। প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
করোনার পর দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পড়াশোনার জন্য ট্যাব কেনার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তার জন্য প্রত্যেক পড়ুয়া ১০ হাজার টাকা করে পেত। ওই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল তরুণের স্বপ্ন। চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পাশাপাশি একাদশ শ্রেণির পড়ুয়ারাও তরুণের স্বপ্নের সুবিধা পাবেন বলে জানানো হয়েছিল। এর জন্য অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দফতর।
সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছিল। মোট ১৩৩৩ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল জেলার ট্রেজারিগুলিতে। ৫ সেপ্টেম্বর থেকে ওই টাকা পড়ুয়াদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে পাঠানোর কথা জানানো হয়েছিল। কিন্তু আপাতত সেই সেই সিদ্ধান্ত বদল করেছে রাজ্য সরকার।