পথের ধারে উদ্ধার দুই ব্যক্তি,রহস্য উদঘাটনে তৎপর পুলিশ

পথের ধারে উদ্ধার দুই ব্যক্তি,রহস্য উদঘাটনে তৎপর পুলিশ

তারক হরি, পশ্চিম মেদিনীপুর:
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত বেলার ভবৎসাগর এলাকায় দুই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিলে, পিংলা থানার পুলিশ এসে তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা যুগল সিট (বয়স আনুমানিক ৪৫) নামে এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি দুজিপুরে। অন্যজন, অমিত দোলাই (বয়স আনুমানিক ৩০), গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। তিনি বেলাড় এলাকার বাসিন্দা।
কী কারণে তাঁরা ওই এলাকায় এসেছিলেন বা কীভাবে এই পরিস্থিতি সৃষ্টি হলো, তা নিয়ে ধন্দে এলাকাবাসী। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ঘটনার সূত্র খুঁজতে এলাকায় তল্লাশি চালাচ্ছে।

স্থানীয়দের মধ্যে এই ঘটনার জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত বিবাদ বা দুর্ঘটনা হতে পারে। তবে সমস্ত সম্ভাবনা মাথায় রেখে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *