নিজস্ব প্রতিনিধি: নব বর্ষের আগমনের মাত্র আর কয়েক দিন বাকি রয়েছে।নতুন বছর মানে মানুষের কাছে খুশি এবং আনন্দে ভরা।তাই আনন্দে উপভোগ করতে ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে পড়ে মাইথনে পিকনিকের মরশুম।আর পশ্চিম বর্ধমানের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র হলো মাইথন জলধার।তাই প্রতি বছর পিকনিকের আনন্দ উপভোগ করতে বহু দূরদূরান্ত থেকে মানুষের সমাগম ঘটে মাইথনে। আর তাই পর্যটকদের মাঝে নিজেদের প্রচার সারতে অভিনব পন্থা নিল তৃনমূল কংগ্রেস । ঘটা করে তৃণমূলী পতাকায় শোভিত প্রবেশ গেটে বানিয়ে জলাধারে পিকনিক করতে আসা জনগণকে নিজেদের দিকে আকৃষ্ট উদ্যোগ নিল স্থানীয় তৃণমূলীরা। ঘটা করে পর্যটকদের নিজদের উপস্থিতি বোঝাতে অন্য বছরের মত মাইথনের প্রবেশের মুখে স্বাগতম গেটের ফিতে কেঁটে উদ্বোধন করলেন বারাবনির যুবনেতা মুকুল উপাধ্যায়।সঙ্গে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মন্ডল এবং সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং ও ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী সহ আরো অনেকে।
এদিন শ্রমিক নেতা মনোজ তেওয়ারী জানান মানুষ আনন্দ করতে পিকনিক করতে মাইথনে আসে তাই আমরা প্রতিবছরের মত এই বছরো দলের তরফে ক্যাম্প বসানো হবে।কারও কোনো অসুবিধা হলে আমাদের দলের ছেলেরা তাদের পাশে দাঁড়াবে।তাছাড়া এদিন উপস্থিত ছিলেন দেন্দুয়া পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাজি,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রঞ্জন দত্ত,তৃণমূল নেতা রামচন্দ্র সাউ,মবিন খান সহ আরো অনেকে। অন্য দিকে পর্যটকদের বক্তব্য পর্যটন স্থলে এহেন রাজনৈতিক প্রচার আদপেই পর্যটকদের আকৃষ্ট করে না । বরং এতে ভিন রাজনৈতিক দলের কর্মীরা বিমুখ হয়ে মুখ ঘুরিয়ে নেয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *