নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার কেন্দা তিন নম্বর ধাওড়া পাড়া সহ ওই এলাকার মানুষজন ফের ধসের কারণে আতঙ্ক। শুক্রবার রাতে জামুড়িয়া থানার ইসিএলের কেন্দা এরিয়ার কেন্দা তিন নম্বর ধাওড়া পাড়া সংলগ্ন এলাকায় বিশাল আকারের ধসের মুখ থেকে কালো ধোঁয়া বের হয়।
গতকাল রাত প্রায় ১টা নাগাদ বিকট শব্দে ধস নামে ইসিএলের কেন্দা তিন নম্বর ধাড়াপাড়া এলাকা সংলগ্ন জায়গায়।আর ধসের মুখ দিয়ে বের হচ্ছে কালো ধোঁয়া। যেখানে ধস হয়েছে সেখান থেকে প্রায় ৩০মিটারের মধ্যে রয়েছে ঘনবসতি।এই ঘটনার পরে ব্যাপক আতংক ছড়ায় মানুষের মধ্যে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসিএলের সুরক্ষা কর্মীরা।
স্থানীয় বাসিন্দারা বলেন, আগেও এই এলাকায় একই ভাবেই ৩ থেকে ৪ বার ধস হয়েছিল।তখন ইসিএল ও প্রশাসনের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের বিদ্যালয় এবং সরকারি আবাসনে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিলেও স্থায়ী কোন ব্যবস্থা আজও হয়নি।সেই কারনেই পুনরায় তারা নিজস্ব ঘরে আসতে বাধ্য হয়েছে।এই অবস্থায় তারা কি করবে,কোথায় যাবে এই নিয়ে চিন্তায় রয়েছে সবাই। ইসিএল কয়লা উত্তোলন করার পর ওই অংশে ভরাট না করায় বারবার এই ঘটনা ঘটে চলেছে।বারবার পুনর্বাসনের দাবি উঠলেও কোনো সুরাহা হয়নি এখনো।এই ব্যাপারে ইসিএল কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।