সংবাদদাতা,ঝাড়গ্রাম:
পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে অবস্থান ও ডেপুটেশন কর্মসূচীর আয়োজন করা হয় বুধবার কলকাতা-মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়কে অবস্থিত এম ভি আই চেকপোস্ট ঝাড়গ্রাম ব্লকের নেতুরা তে। অবস্থান বিক্ষোভের পর রেলি করেন এম ভি আই চেকপোস্ট এলাকায় ওই সংগঠনের সদস্যরা। অবস্থান বিক্ষোভ কর্মসূচি শেষ করে ঝাড়গ্রামের জেলাশাসকের দফতরে গিয়ে সাত দফা দাবি নিয়ে ওই সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। ওই কর্ম সূচিতে উপস্থিত ছিলেন, ফেডারেশন অফ ওয়েস্টবেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক সজল ঘোষ, সাংগঠনিক সম্পাদক ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের প্রবীর চ্যাটার্জী, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ মন্ডল সহ অনেকে। ওই সংগঠনের পক্ষ থেকে পুলিশি জুলুম সহ একাধিক দাবিতে আগামী ১১, ১২ ও ১৩ ই সেপ্টেম্বর রাজ্যজুড়ে ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানলেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিনের সম্পাদক প্রদীপ মন্ডল।