নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর :
মাঠেই পড়ে পাঁচ বিঘা জমির পাকা ধান, কাটা যাবেনা অঞ্চল সভাপতির অনুমতি ছাড়া! এবার এ ঘটনা প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে!
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার জেলার শালবনী ব্লকের শালবনী ৩ নং অঞ্চলের সিদাডিহি গ্রামের।
ওই গ্রামেরই কৃষক তথা তৃণমূল দলের পুরানো চিরঞ্জীব খানের অভিযোগ, প্রায় গত ১ মাস ধরে তাঁর বিঘা পাঁচেক জমির ধান কাটতেই দিচ্ছেন না দলেরই আরেক নেতা তথা অঞ্চল সভাপতি অসিত ঘোষ। ধান কাটার জন্য আগে অনুমতি নিতে হবে ,তবেই ঘরে উঠবে ধান।ফলে মাঠের ধান পেকে গেলেই তা মাঠেই পড়ে।
ওই তৃণমূল কর্মীর আরও অভিযোগ, বারবার তিনি ধান কাটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিলেই, হুমকি দিচ্ছেন অঞ্চল সভাপতি অসিত ঘোষ।
ঘটনার পরেই ওই তৃণমূল কর্মী জেলা নেতৃত্ব থেকে প্রশাসনের নিকট লিখিত অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি বলে দাবি ওই তৃণমূল কর্মীর।
এ ঘটনা প্রসঙ্গে তৃণমূলের ব্লক নেতৃত্ব নেপাল সিংহ সারাসরি ঘটনা স্বীকার না করলেও তিনি জানান, ঘটনাটি সঠিক কি ঘটেছে জানা নেই, তবে আমরা অভিযোগ পাওয়ার পরেই উভয়পক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি। শুনেছি তিনি কিছু ধান বাড়িতে তুলেছেন। আমরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খা জানার চেষ্টা করছি।”
এদিকে জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজারা জানান, “উনি জেলা কার্যালয়ে এসে অভিযোগ জানিয়েছেন। আমাদের দল বা আমাদের নেত্রী এমন দলবিরোধি কাজে বিশ্বাসী নয়।সে তিনি যে দলেরই কর্মী হোন না কেন! অন্যায় বরদাস্ত করা হবে না। যাতে ওই ব্যাক্তি তাঁর চাষের ধান বাড়ি তুলতে পারেন আমরা তার পাশে রয়েছি।
অপরপক্ষে সমস্ত অভিযোগ অস্বীকার করে অঞ্চল সভাপতি অসিত ঘোষ ঘটনাটি ভিত্তিহীন বলে সাফাই দিয়েছেন।
দলের এক কর্মীর ওপর অপর কর্মীর জুলুমবাজি,এ ঘটনাকে একহাতে নিয়ে তৃণমূলকে কটাক্ষ শানিয়েছেন জেলা বিজেপির নেতৃত্বরা।