সংবাদদাতা: পাণ্ডবেশ্বরে নতুন কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন করলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। পশ্চিম বর্ধমানের খনিঅঞ্চল পাণ্ডবেশ্বর এলাকার মানুষের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ হল।এলাকার সাংসদ শত্রুঘ্ন সিনহা তাঁর কথা রেখেছেন। তিনি কথা দিয়েছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত কুমারডিহি গ্রামে একটি কমিউনিটি সেন্টার করার। তাঁর তহবিলের থেকে ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কমিউনিটি সেন্টারটির সাড়ম্বরে উদ্বোধন করা হল।উল্লেখ্য সাংসদ শত্রুঘ্ন সিনহা এই পাণ্ডবেশ্বর এলাকা থেকে এক লক্ষ ভোটে লিডও পেয়েছিলেন এবং ভোটে জেতার পর তিনি কথাও দিয়েছিলেন। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদ এর সদস্যা শ্রীমতী অনুভা চক্রবর্তী, সুনীতি মণ্ডল ও পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিরিটি মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এলাকার মানুষজন ভীষণ খুশি ও মা মাটি মানুষের জয়ধ্বনিতে উচ্ছ্বসিত সারা এলাকা। উদ্বোধনে এসে সাংসদ বলেন, পাণ্ডবেশ্বর আমার প্রাণের জায়গা, পাণ্ডবেশ্বর শিল্পাঞ্চলে নতুন পরিচিতি দিয়েছে।। তাই এই এলাকার উন্নয়ন আমি মনেপ্রাণে চাই।। এবং আগামী দিনে আরো কাজ করে মানুষের মনে থাকতে চাই।।