তারক হরি, পশ্চিম মেদিনীপুর:
পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন এক সিভিক ভলেন্টিয়ার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মোহাড় এলাকায়। মৃত সিভিক কর্মী সবং থানায় কর্মরত ছিলেন। তার নাম কার্তিক চন্দ্র মন্ডল, বয়স আনুমানিক (৩৫) বছর।
পরিবার সুত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে কার্তিক ও তার স্ত্রীর মধ্যে বনিবনা চলছিল। রবিবার রাতে সেই অশান্তি চরমে পৌঁছায়। ঝগড়ার সময় রাগের বশে কার্তিক বাড়িতেই বিষপান করে। এরপর তড়িঘড়ি তাকে প্রথমে মোহাড় গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সোমবার সকালে চিকিৎসারত অবস্থায় সবং হাসপাতালেই সিভিক কর্মীর মৃত্যু হয়।
ঘটনায় শোকের ছায়া ছায়া নেমে এসেছে এলাকায়। তার এই আকস্মিক মৃত্যুর ঘটনায় স্তম্ভিত সবং থানার পুলিশ ও সহকর্মীরা। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা ঋজু করেছে পুলিশ।