নিজস্ব প্রতিনিধি: পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল স্কুটার আরোহী এক যুবতীর। রবিবার সকালে আসানসোল শহরের জিটি রোডে বড় বাজার এলাকার ইস্টার্ন রেলওয়ে স্কুলের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম আস্থা যাদব(২০)। আসানসোল দক্ষিণ থানার আড়াডাঙ্গার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আস্থা স্কুটার করে জিটি রোড দিয়ে যাচ্ছিলেন। সেই সময় জিটি রোডের বড় বাজার এলাকার ইস্টার্ন রেলওয়ে হাইস্কুলের সামনে রাস্তায় প্রচণ্ড যানজট ছিল। আচমকাই একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পাশ দিয়ে চলে যায়। এই দুর্ঘটনার পর লোকজনের ভিড় জমে যায়। আহত অবস্থায় তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।