তারক হরি, পশ্চিম মেদিনীপুর
২৫ শে ডিসেম্বর উপলক্ষ্যে জেলায় জেলায় বনভোজন ও পিকনিকে মেতেছেন আট থেকে আশি। পরিবার পরিজন বন্ধু নিয়ে মানুষজন একেবারে ফেস্টিভ্যাল মুডে ছিলেন।
সেই খুশি স্রেফ অসাবধানতার বশে বদলে গেল বিষাদে! পিকনিক করতে গিয়ে নদীতে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের!
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার কাঁসাই নদীর তীরবর্তী তিলাপাটনা পিকনিক স্পটে।
জানা গিয়েছে,প্রতিবছরের ন্যায় এ বছরও তিলাপাটনা পিকনিক স্পট এলাকায় দূর দূরান্ত থেকে মানুষজন পিকনিক করতে এসেছিল।
ডেবরার ভারতপুর গ্রাম থেকেই কয়েকজন বন্ধু পিকনিক করতে এসেছিল।
এরপর বিকেল নাগাদ এক বন্ধু নদীতে স্নান করতে নামে,তারপর হঠাৎ করেই নদীর জলে তলিয়ে যায়। পরবর্তীকালে স্থানীয় কিছু পিকনিক করতে আসা মানুষ জানতে পেরে নদীতে খোঁজাখুঁজি শুরু করে। ঘটনার খবর দেওয়া হয় ডেবরা থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডেবরা ওসি সহ একটি সাহায্যকারী দল।এরপর দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর রাতে নদী থেকে যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম সুরত মাঝি (২৪) , তার বাড়ি গোলগ্রামের পারুলডিহি গ্রামে। মঙ্গলবার যুবকের দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। খুশির দিনে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকে আচ্ছন্ন পরিবার সহ গোটা গ্রাম।