সঙ্কেত ডেস্ক: রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর। এবার পুজোয় তাদের বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক লাফে তাদের বোনাস বাড়ল প্রায় ১৩ শতাংশ। বুধবার নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। এর ফলে এবছর বোনাস বাবদ ৬০০০ টাকা হাতে পাবেন সিভিক ভলান্টিয়াররা।
বুধবার পুজোর ৪৮ দিন বাকি থাকতেই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে বোনাস বৃদ্ধির কথা জানানো হয়েছে। এবার সিভিক ভলান্টিয়ারদের পুজো বোনাস একলাফে বাড়ল ১৩ শতাংশ।
নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার পুজো বোনাস বাবদ সিভিক ভলান্টিয়াররা প্রত্যেকে পাবেন ৬০০০ টাকা করে। এতদিন বোনাসের অঙ্ক ছিল ৫,৩০০ টাকা করে। অর্থাৎ সিভিক ভলান্টিয়ারদের বোনাসএক লপ্তে এবার বাড়ল ৭০০ টাকা।
প্রশাসন সূত্রে জানা গেছে বোনাস বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছিল আগেই। বোনাস বাড়ানোর জন্য ফাইল অর্থ দফতরে পাঠানো হয়েছিল। অবশেষে অর্থ দফতরের সবুজ সংকেত এসেছে। অর্থাৎ, নতুন কাঠামোয় বোনাস মঞ্জুর হতেই বুধবার সেই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল রাজ্য সরকারের তরফে।