পুজো কার্নিভালের পর শিল্পশহর এবার সাক্ষী হতে চলেছে স্পোর্টস কার্নিভালের
নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: গত দুই বছর শহর দুর্গাপুর উপভোগ করেছে দূর্গাপূজা কার্নিভাল এবার শিল্প শহরে অনুষ্ঠিত হতে চলছেন স্পোর্টস কার্নিভাল। উদ্যোক্তাদের দাবী শুধু দুর্গাপুর নয়,এই রাজ্যে বা সারা দেশেই এই ধরনের স্পোর্টস কার্নিভাল এটাই প্রথম বলে মনে করা হচ্ছে। কারন,অতীতে কোনো রাজ্যে একটিই গেমসের মধ্যে ক্রিকেট, ফুটবল, টেনিস,দাবা ও অ্যাথলেটিক্স সহ মোট ৩২টি ইভেন্ট নিয়ে কোনো ক্রীড়া উৎসব হয়নি। আমরা অলিম্পিক গেমসে যেমন দেখে থাকি যে সেখানে খেলাধূলার প্রায় সমস্ত ইভেন্ট অনুষ্ঠিত হয়। দুর্গাপুর স্পোর্টস কার্নিভালও সেই অনুকরণেরই একটি ক্রীড়া উৎসব। স্থানীয় ভগৎ সিং স্টেডিয়ামে আগামী ৫ ই জানুয়ারি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনায় উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী অনুপম রায়। এছাড়াও ১২ জানুয়ারি ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত থাকবেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ফুটবল তারকা বাইচুং ভুটিয়া বলে জানিয়েছেন উদ্যোক্তা দুর্গাপুর ক্লাব সমন্বয় কর্তৃপক্ষ। এদিন ভগৎ সিং স্টেডিয়ামে এক সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তা কমিটির সভাপতি সন্দীপ দে জানন এই কার্নিভালে দুর্গাপুরের সমস্ত ক্রীড়া সংগঠনগুলির সহযোগিতা রয়েছে। সমস্ত ধরনের খেলা নিয়ে এই কার্নিভালে ১২ হাজারের বেশি প্রতিযোগী অংশ নিচ্ছে। মোট প্রাইজ মানি ২৫ লক্ষ টাকা।
পাশাপাশি পান্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমুল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, এই স্পোর্টস কার্নিভালের মাধ্যমে এখানে খেলাধূলার আরও প্রসার হবে। খেলাধুলার মান উন্নয়নের জন্য এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ৯ জানুয়ারী থেকে ১৯ জানুয়ারী পর্যন্ত স্পোর্টস কার্নিভাল চলবে ভগৎ সিং স্টেডিয়ামে। শুধু দুর্গাপুর বা জেলা থেকেই নয়,ভিন জেলা ও রাজ্য থেকেও অনেক প্রতিযোগী এই স্পোর্টস কার্নিভালে বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে বলে জানা গেছে।