দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই জোর কদমে দেওয়াল লিখন শুরু হল পুরুলিয়ায়। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মনোনীত হয়েছেন শান্তিরাম মাহাতো। এই ঘোষণা তৃনমূল কর্মীদের কানে পৌঁছাতে রং তুলি হাতে নিয়ে দেওয়াল লিখনের কাজে নেমে পড়লেন তারা। এদিন পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের বুড়দা-কালিমাটি অঞ্চলের করেং এলাকায় দেখা গেল তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন। কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো । নেতাকর্মীদের আশা এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করবে।