সঙ্কেত ডেস্ক: এবার পুর নিয়োগ দুর্নীতি মামলার (Municipal Recruitment Scam Case) তদন্তে মাঠে নামল ইডি।দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিল ইডি। শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই সিজিও কমপ্লেক্স থেকে ইডির একাধিক দল অভিযান শুরু করে। রিপোর্ট অনুযায়ী, সকাল ৭টার কিছু আগেই ইডি আধিকারিকদের একটা দল এসে পৌঁছায় লেকটাউনে সুজিত বসুর বাড়িতে। রাজ্যের দমকল মন্ত্রীর বাড়ি ঘিরে ফেলেন সিআরপিএফ জওয়ানরা।
জানা গিয়েছে, আজ সকালে সুজিত বসুর বাড়িতে পৌঁছে একাধিকবার কলিং বেল বাজান ইডি আধিকারিকরা। প্রথমে কেউ সাড়া না দিলেও পড়ে একজনের গলার আওয়াজ শোনা যায়। তবে শুরুতে দরজা খুলতে অস্বীকার করেছিলেন সেই ব্যক্তি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশ্য দরজা খুলে যায়। ভিতরে প্রবেশ করেন আধিকারিকরা।

জানা গিয়েছে, সুজিত বসুর নাম জড়িয়েছে দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতির সঙ্গে। দাবি করা হচ্ছে, যেই সময় দক্ষিণ দমদমে এই দুর্নীতি হয়, তখন পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত। পুর নিয়োগ দুর্নীতি তদন্তে কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে গত অক্টোবরে হানা দিয়েছিল সিবিআই। তদন্তে উঠে আসা তথ্য ও নথির ভিত্তিতে দফায় দফায় জেরা করা হয় ফিরহাদকে। চাওয়া হয় বিভিন্ন নথি। আর এবার মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিল ইডি।

পাশাপাশি, এদিন সকালে এই মামলার তদন্তে আরও দুই জায়গায় হানা দিয়েছে ইডি। বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়ি এবং উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। এর আগে উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানও ছিলেন সুবোধ। শুক্রবার সকাল বিরাটির খলিসাকোটা পল্লিতে তাঁর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকদের দল।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *