নিজস্ব প্রতিনিধি: চলন্ত পুলকারে আগুন।অল্পের জন্য রক্ষা পেল পড়ুয়ারা।মঙ্গলবার সকাল ৮টায় আসানসোলের কাকড়শোল এলাকার ঘটনা।প্রত্যক্ষদর্শীরা বলেন এদিন নিয়ামতপুর থেকে আসানসোলের একটি বেসরকারী স্কুলে পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল একটি পুলকার।যাওয়ার সময় কাকড়শোল এলাকায় পুলকার থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে থাকলে চালক গাড়ি থামিয়ে পড়ুয়াদের নামিয়ে দেয়।এরপর কিছুক্ষণের মধ্যে পুলকারে আগুন লেগে যায়।জানা গিয়েছে, ৮ জন স্কুল পড়ুয়া ছিল ওই পুলকারে। প্রাণে রক্ষা পেয়েছেন পুলকার চালকও। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।যদিও পুলকারে থাকা সকল পড়ুয়ারা সুরক্ষিত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে কুলটির নিয়ামতপুর থেকে পড়ুয়াদের নিয়ে আসানসোলের দিকে যাচ্ছিল পুলকারটি। কিন্তু সেই সময় আচমকাই পুলকার থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। তা দেখা মাত্রই চালক গাড়ি থামিয়ে দেন। তারপরই তৎপরতার সঙ্গে পুলকার থেকে দ্রুত পড়ুয়াদের নামিয়ে দেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই আগুন লেগে যায় পুলকারে।
খবর পেয়ে ঘটনাস্থলেই কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌচ্ছায়।চালক সহ পড়ুয়াদের অন্য গাড়ি করে আসানসোলে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণে পুলকারে আগুন লেগে যায়। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।