সঙ্কেত ডেস্ক: পুলিসকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মেরেছিলেন! গ্রেফতার হলেন শ্রীরামপুরের সেই বিজেপি নেত্রী পম্পা অধিকারী। বুধবার ভোরে চুঁচুড়া মহিলা থানার পুলিশ তাঁর বাড়িতে গিয়ে তাঁকে গ্রেফতার করে। ঘটনার সূত্রপাত গত ২ সেপ্টেম্বর। ওইদিন জেলায় জেলায় জেলাশাসকের দফতর ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল বিজেপি।
দলের নেতা-কর্মীরা মিছিল করে ঘড়ির মোড় পর্যন্ত পৌঁছালে সেখানেই পুলিশ তাঁদের আটকে দেয় বলে অভিযোগ। এর পর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি নেতা-কর্মীদের।অভিযোগ, ওই বিক্ষোভের সময়েই পুলিশকর্মীদের লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক পম্পা। তাঁর স্বামী বলাই অধিকারী জানান, বুধবার ভোরে পুলিশের তিনটে গাড়িতে প্রচুর পুলিশ গিয়ে পম্পাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। পরে জানতে পারেন চুঁচুড়া মহিলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
পুলিশ সূ্ত্রে জানা গেছে, পম্পার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া, বেআইনি জমায়েত করা, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে জড়ো হওয়া সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বিজেপির দাবি, শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ জানাচ্ছিলেন তাঁরা।