নিজস্ব প্রতিনিধি: আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ক্ষুদিকা গ্রামে মাদক সেবন ও বিক্রির অভিযোগ এলাকাবাসীর।অভিযোগ গ্রামে নেশাদ্রব্য ও মাদক বিক্রি বেড়ে চলেছে। ফলে গ্রামের সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে গ্রামের মানুষরা আসক্ত হয়ে পড়েছে মাদক নেশাতে।আরো অভিযোগ গ্রামে বহিরাগতদের আসা যাওয়া বেড়েছে,বেড়ে চলেছে মাদক সেবন ও বিক্রি।যার ফলে ক্রমশ এলাকায় বাড়ছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা।এই নিয়ে গতকাল ক্ষুদিকা গ্রামের মহিলারা একত্রিত হয়ে গণ সাক্ষর করে জমা দেয় সালানপুর থানায়।এর পরেও পুলিশের কোনো ভুকিকায় না থাকায় গ্রামবাসীরা নিজেরা উদ্যেগ নিয়ে গ্রাম সুস্থ পরিবেশ ফেরানোর জন্য সালানপুর থানার ঢিল ছোড়া দূরত্বে বেশ কিছু নেশাগ্রস্ত ঠেক থেকে একাধিক মোটর বাইক,একটি টোটো সহ একাধিক নেশাগ্রস্তদের আটক করে সালানপুর থানার পুলিশের হাতে তুলে দেয়।ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ।