বাইজিদ মণ্ডল,ডায়মন্ড হারবার:•প্রতি বছরের মতো এ বছরও দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্থি থানার সন্নিকটে প্যারামাউন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে মা বিজলী কমপ্লেক্সে ২০২৪ শিক্ষক দিবস উপলক্ষে স্কুলের সকল ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন কম্পিটিশন এর আয়োজন করা হয়। পাশাপাশি যোগ্য ছাত্র ছাত্রীদের সকলকে পুরস্কৃত করার পাশাপাশি সকল শিক্ষক ও বিশিষ্ঠ ব্যক্তিবর্গ দের কে সংবর্ধনা দেওয়া হয় এদিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ক্যারাটে চ্যাম্পিয়ান অসীম ইকবাল,তৌফিক ইসলাম সিপাই সহ আরও অন্যান্য শিক্ষক,শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। শিক্ষক-শিক্ষিকাগণ এবং উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অতিথিসহ সকল শিক্ষকবৃন্দকে আসন গ্রহণ, ফুল, উত্তোরিও ও ব্যাজ পরিয়ে শিক্ষার্থীরা বরণ করে নেন। উদ্বোধনী বক্তব্যে প্যারামাউন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল মিসেস সাজিয়া আদনান সকলকে শিক্ষক দিবসের উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি তার বক্তব্যে বলেন যে, শিক্ষকরা হলেন সমাজের বিবেক স্বরূপ, তারা সমাজের নেতৃত্ব প্রদান করেন। সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। সমাজের অগ্রগতির অগ্রপথিকই হলো শিক্ষক মন্ডলী,যারা আজ পরিবাবে, সমাজে কিংবা দেশে প্রতিষ্ঠিত। তিনি আরও বলেন,শিক্ষকতা একটি উচু মানদন্ডের এবং তাই তারা তাদের এই সেবা কাজের অনেক প্রশংসা করেন।উপস্তিত ব্যক্তিরা তারা সকল শিক্ষককে উৎসাহ প্রদান করে বলেন যে, শিক্ষকতা একটি মহান সেবা কাজ। এই সেবা কাজের উপরই নির্ভর করে অন্যান্য সকল পেশা,অর্থাৎ শিক্ষকতাই সকল পেশার জনক। তারা আরো বলেন যে, শিক্ষকতা কোন পেশা নয়,উপার্জনের কোন ক্ষেত্রও নয়,শিক্ষকতা হচ্ছে আদর্শ মানুষ গড়ার একটি নিরন্তর সাধনা। উপস্থিত শিক্ষিকাদের সম্মাননা স্মারকসহ উপহার প্রদান ও সকল শিক্ষকদের বিশেষ উপহার প্রদান করা হয়।