সঙ্কেত ডেস্ক: পরীক্ষার ৮০ দিনের মধ্যে এবার ফল প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এক সাংবাদিক সম্মেলনে মাধ্যমিকের ফলঘোষণা ঘোষনা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,২৩,০১৩ জন। এর মধ্যে ৩,৯৬,২৭৬ জন ছাত্র এবং ৪,৭৯,৮৩৭ জন ছাত্রী। এবারে মোট ৭ লাখ ৬৫ হাজার ২৫২ পরীক্ষার্থী পাশ করেছেন পরীক্ষায়।
এবার প্রথম স্থানাধিকারী কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন ৯৯% নাম্বার পেয়ে মোট ৬৯৩ নাম্বার পেয়েছে।। দ্বিতীয় পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু। সে পেয়েছে ৬৯২ মার্কস। তৃতীয় হয়েছে তিনজন – দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ (বালুরঘাট হাই স্কুল), বীরভূমের পুষ্পিতা বাঁশুরি, দক্ষিণ ২৪ পরগনার নৈনিত রঞ্জন পাল (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)। তারা পেয়েছে ৬৯১।
এবারের মেধাতালিকায় আছেন ৫৭ জন। দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন আছে এবারের মেধাতালিকায়।
এবারে কালিম্পঙে পাশের হার ৯৬ শতাংশ পেয়ে প্রথম স্থানে আছে, দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। সার্বিক ভাবে রাজ্যে মাধ্যমিকে পাশের হার ৮৬.৩১ শতাংশ।