সংবাদদাতা,ইন্দাস, বাঁকুড়া:- প্রাক্তন স্বামী-স্ত্রীর লোকসভা নির্বাচন লড়াইয়ে জমজমাট বিষ্ণুপুর। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌমিত্র খাঁনের প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল। দুইদলের প্রার্থীপদ ঘোষণা হতেই ঝাঁপিয়ে ময়দানে নেমেছে দুজনে। এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদের নেতৃত্বে সমগ্র ইন্দাস বাজারে মিছিলের মধ্য দিয়ে ভোট প্রচার করলেন। কখনো তাকে দেখা গেল বাজারের মাঝখানে দোকানের চপ ভাজতে। কখনো শিশুদের কোলে নিয়ে ইন্দাস বাসীর কাছে ভোট চাইছেন। কখনো বা ফুটবলের শর্ট মেরে দাবী জানালেন খেলা হবে। পাশাপাশি ছোট্ট ছোট্ট খুদে শিশুদের সঙ্গে খেললেন ক্রিকেট। এত কিছুর পর হাতে ব্যাট ঘুরিয়ে বিরোধীদের হুঁশিয়ারি দিতেও দেখা যায় সুজাতা মন্ডলকে। তিনি হাতে ব্যাট ঘুরিয়ে বলেন এভাবেই বিজেপিকে বিদায় করব। বিজেপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন যদি ওরা অস্ত্র দিয়ে আমাদের ভয় দেখায় জানবেন বাংলার ঘরে ঘরে মেয়েরা হাতে ব্যাট ধরবে এইভাবে ব্যাট ঘুরিয়ে বিজেপি হবে কুপোকাত।
এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজাতা মন্ডল তেলেভাজা প্রসঙ্গে বলেন তিনি তেলেভাজা করেছেন ইন্দাসবাসীর জন্য কারণ ইন্দাসবাসীকে আরো চাঙ্গা হতে হবে। বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলার পর তিনি বলেন খেলা জমে গেছে। তিনি বলেন বিষ্ণুপুরের যিনি বিজেপি সাংসদ তথা বিজেপি প্রার্থী তিনি আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের যে অকথ্য ভাষায় গালিগালাজ করছে বলছে চোখ উপড়ে নেবে, আমরা তো বসে থাকবো না মেয়েরা তৈরি আছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ব্যাটে বলে জবাব দেবো।
সমগ্র বিষয় নিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস জানান সুজিতা মন্ডল প্রচারে আসার জন্য মিডিয়ার ক্যামেরার সামনে নাটক করছে। মানুষ ওকে ভোট দিয়ে জেতালে সমস্ত MP ল্যান্ডের টাকা লুটে খাবে। হুঁশিয়ারি বিজেপিকে দেখাতে হবে না কারণ অস্ত্র নিয়ে তৃণমূল নেতারা ঘুরে বেড়ায় বিজেপি নেতারা নয়।