প্রজাতন্ত্র দিবসের আগে কুলটির নিষিদ্ধ পল্লীতে অস্ত্র সহ গ্রেপ্তার সাত

সঙ্কেত ডেস্ক: রাত পোহালেই সাধারণতন্ত্র দিবস। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শহর থেকে গ্রাম বাংলা। শুধু শহরেই থাকছে ২৩০০ পুলিশ ফোর্স। প্রত্যেক জেলায় পুরোদমে ফোর্স নামানো হচ্ছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। যেহেতু বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে এবং ওপার বাংলার নাগরিক থেকে জঙ্গিরা এপার বাংলায় ঢুকে পড়ছে তাই এবার এমন বাড়তি সুরক্ষা নেওয়া হয়েছে। এই আবহে এবার কুলটির নিষিদ্ধপল্লি থেকে আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার করা হয়েছে ৭জনকে।
ঘটানা প্রসঙ্গে জানা যায় গতকাল দুপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কামিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে লছিপুর সংলগ্ন এলাকা থেকে ২টি চারচাকা গাড়িতে ৭ জনকে আটক করে।এরপর তাদের তল্লাশি করার পর তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি AAMMR রাইফেল, ১টি ৭mm পিস্তল,৬ টি কার্তুজ সহ ৭জনকে করলো গ্রেপ্তার করে। আজ সকাল ধৃত ৭ জনকে আসানসোল জেলা আদালতে পাঠিয়ে দেওয়া হয়।অভিযুক্ত ৭ জন ঝাড়খন্ড রাজ্যের রাঁচি এবং ধানবাদ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে কি কারনে তারা রাজ্যে প্রবেশ করেছিল তা ক্ষতিয়ে দেখছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, জেরায় এখনও ধৃতরা তেমন বড় কোন তথ্য দেয়নি। কোনও অপরাধ সংগঠিত করতে এসেছিল কিনা তা স্বীকার করেনি। তবে নিষিদ্ধপল্লিতে ফুর্তি করতে এসেছিল বলে জেরায় জানিয়েছে তারা। ওই ধৃতরা আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল বলতে চাইছে না। তাই খোঁজ করা শুরু হয়েছে। যদিও অস্ত্র নিয়ে কেন নিষিদ্ধপল্লিতে এসেছিল তারা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আগ্নেয়াস্ত্রগুলি বেআইনি কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তবে একটা বিষয় সামনে এসেছে, ধৃত যুবকরা ঝাড়খণ্ডের অভিজাত পরিবারের সদস্য। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।