প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নব ভারতের সূর্যোদয় ট্যাবলো প্রদর্শন করবে এমএনআরই

সঙ্কেত ডেস্ক: নতুন দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নব ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক (এমএনআরই) এক চিত্তাকর্ষক ট্যাবলোর উন্মোচন করবে। এই উজ্জ্বল প্রদর্শনীতে শক্তি ক্ষেত্রের মানচিত্রে ভারতের ক্রমবিকাশকে তুলে ধরা হবে। দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপনের সঙ্গে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপের ওপর আলোকপাত করা হবে।
ট্যাবলোর মূল বিষয়টি হল, উচ্চকাঙ্খী পিএম সূর্য ঘর নিখরচা বিদ্যুৎ যোজনা। এটি গৃহছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে এক বৃহত্তম উদ্যোগ। সেইসঙ্গে এমএনআরই-র নানা রূপান্তরমূলক কর্মসূচিকেও তুলে ধরা হবে। এই জাতীয় উদ্যোগ, ভারতের স্বচ্ছ জ্বালানী অর্থনীতিরই প্রসার ঘটাচ্ছে তাই নয়, এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে লক্ষ লক্ষ কর্মসংস্থান ঘটবে বলেও মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে ভারতে শক্তি রূপান্তরের ওপর আলোকপাত করার পাশাপাশি ট্যাবলোতে গ্রীন হাইড্রোজেন ক্ষেত্রে ভারতের অগ্রগতিকেও তুলে ধরা হবে। সেইসঙ্গে বায়ু শক্তি ক্ষেত্রে চতুর্থ বৃহত্তম উৎপাদক হিসেবে ভারতের অবস্থানকে দেখানো হবে। ৮০০ বিশেষ অতিথির মধ্যে থাকবেন পিএম সূর্যঘর, পিএম কুসুম –এর সুবিধাভোগীরা সহ এমএনআরই আমন্ত্রিত পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রের কারিগরেরা। সুস্থায়ী এবং স্বনির্ভর ভবিষ্যতের লক্ষ্যে ভারতের যাত্রাপথে এই অনন্য প্রদর্শনকে প্রত্যক্ষ করবেন তারা।
কেন্দ্রীয় নব ও পুনর্নবীকরণ শক্তি মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশীর নেতৃত্বে এমএনআরই, রূপান্তরমূলক প্রকল্প ও কর্মসূচির মধ্যে দিয়ে দেশের লক্ষ লক্ষ গৃহে সাশ্রয়ী এবং স্বচ্ছ জ্বালানী পৌঁছে দিচ্ছে। এর পাশাপাশি পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে অভ্যন্তরীণ উৎপাদনেরও প্রসার ঘটাচ্ছে।