সঙ্কেত ডেস্ক:প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (পিএমইউওয়াই) ২০১৬ সালের পয়লা মে চালু হয়েছিল। দেশের দরিদ্র শ্রেণীর মহিলাদের জমা বিহীন এলপিজি সংযোগ দেওয়ার জন্য এই প্রকল্প চালু করা হয়। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্পে ৮ কোটি এলপিজি সংযোগ দেওয়ার লক্ষ্য পূরণ হয়েছে। ২০২১ সালের আগস্ট মাসে দ্বিতীয় দফার জন্য পিএমইউওয়াই-এর আওতায় উজ্জ্বলা ২.০ প্রকল্পের সূচনা হয়। ২০২৩-এর জানুয়ারি মাস পর্যন্ত এই প্রকল্পে ১.৬০ কোটি সংযোগ দেওয়া হয়েছে। ২০২৪-এর ৮ জুলাই পর্যন্ত সরকার অতিরিক্ত ৭৫ লক্ষ গ্যাস সংযোগ দিয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ২০২৪ সালের পয়লা জুলাই পর্যন্ত মোট ১০ কোটি ৩৩ লক্ষ এলপিজি সংযোগ দেওয়া হয়েছে।

দেশে এলপিজি সংযোগ বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রচারের মতো নানা অভিযান নেওয়া হয়েছে। উপভোক্তারা যাতে গ্যাস সংযোগ নেওয়ার জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন সেই লক্ষ্যে বিভিন্ন মেলা ও শিবিরের আয়োজন করা হচ্ছে। লাগানো হচ্ছে হোডিং। রেডিও জিঙ্গেল ও অন্যান্য মাধ্যমেও প্রচার চালানো হচ্ছে।

বিকশিত ভারত সংকল্প যাত্রার আওতায় গ্রাহকদের সুবিধার্থে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস সংযোগ পেতে ব্যাঙ্কের খাতা ও আধার নম্বরের ব্যবস্থা করা হয়। এই প্রকল্পের আওতায় অনলাইনে আবেদনের জন্য www.pmuy.gov.in ওয়েবসাইটে নাম নথিভুক্ত করা যাবে।

লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিভাগের প্রতিমন্ত্রী শ্রী সুরেশ গোপী।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *