নিজস্ব প্রতিনিধি: প্রিয়াত হলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ-ক্রিকেটার কীর্তি আজাদের স্ত্রীপুণম ঝা আজাদ। গত কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন। সোশ্যাল সাইটে স্ত্রীর মৃত্যুর কথা জানান কীর্তি নিজেই। বিরল স্নায়ুরোগে আক্রান্ত পুনম গত কয়েকদিন ধরে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সোমবার দুপুর ১২টা ৪০ নাগাদ তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন সাংসদ কীর্তি আজাদ। গত লোকসভা নির্বাচনে হুইল চেয়ারে বসে তিনি স্বামীর প্রচারের সঙ্গী হয়েছিলেন একাধিকবার। রথযাত্রার দিনও ইসকনে গিয়েছিলেন তিনি।
পুনম আজাদ ঝা এর মৃত্যুতে শোকস্তব্ধ দুর্গাপুরের রাজনৈতিক মহল।
এর পাশাপাশি দলীয় সাংসদের স্ত্রীর প্রয়াণে শোকাহত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডলে কীর্তি আজাদের স্ত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। কীর্তি আজাদ ও তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে তিনি লেখেন “আমাদের সাংসদ এবং বিশ্বকাপ বিজয়ী ক্রিকেটার কীর্তি আজাদের স্ত্রী পুনম ঝা আজাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জেনে দুঃখিত। আমি পুনমকে অনেকদিন ধরে চিনি। আমি আরও জানতাম যে তিনি গত কয়েক বছর ধরে গুরুতর অসুস্থ ছিলেন। কীর্তি এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাঁদের যথাসাধ্য চেষ্টা করেছিল এবং তাঁর শেষ লড়াইয়ে সবসময় তাঁর পাশে ছিল। কীর্তি এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তাঁর আত্মা শান্তিতে থাকুক।”

উল্লেখ্য, ১৯৮৪ বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অন্যতম সদস্য কীর্তি আজাদ বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র সংসদ ও পুনম আজাদের দুই পুত্র রয়েছেন। স্বামী আজাদের মতো এক সময় সক্রিয় রাজনীতিতে ছিলেন পুনমও। ২০১৬ সালে তিনি আপে যোগ দেন। ২০১৭ সালে যোগ দেন কংগ্রেসে। শারীরিক অসুস্থতার জন্য তার পর অবশ্য রাজনীতিতে সক্রিয় থাকতে পারেননি তিনি ৷

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *