নিজস্ব প্রতিনিধি: কুলটিতে চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুর ঘটনায় পথ অবরোধ। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকালে কুলটির নিয়ামাতপুর টহরম সংলগ্ন ইস্কো বাইপাস রোডে চৌমাথা মোড়ে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, বুধবার সন্ধ্যায় আকাশ ক্লিনিকে ড: লিয়াকৎ আলি হিসাবে এলাকায় পরিচিত চিকিৎসকের তত্ত্বাবধানে ভর্তি হন নিয়ামাতপুরের প্রিয়া সিনেমাহল সংলগ্ন এলাকার বাসিন্দা মুসকান মণ্ডল। এরপর রাত্রি ১১ টা নাগাদ ওই প্রসূতি এক কন্যা সন্তান প্রসব করেন । কিন্তু রাতেই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চিকিৎসক গাড়িতে অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করে রানিগঞ্জের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও পরিবারের দাবি পথেই ওই প্রসূতির মৃত্যু হয়। এরপর পরিজনেরা ওই প্রসূতির দেহ সহ কন্যা সন্তানকে নিয়ামাতপুরে ফিরিয়ে আনে। চিকিৎসক হিসাবে পরিচয় দেওয়া লিয়াকৎ আলি কিন্তু সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে পরিজনেরা নিয়ামাতপুর টহমহরম মোড় সংলগ্ন ইস্কো বাইপাস রোড চৌমাথা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় । ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। যদিও পরিজনেরা দাবি তোলেন ওই ভুয়ো চিকিৎসকের গ্রেফতার সহ উপযুক্ত শাস্তির।