Sharing is caring!

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- দুই শিক্ষকের দ্বন্দ্বে মিড ডে মিল থেকে বঞ্চিত স্কুলের খুদে পড়ুয়ারা।

এমনি চিত্র দেখা গেল পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের দু নম্বর চক্রের তুন্তুরী সুইসা অঞ্চলের শালডাবরা জুনিয়র হাই স্কুলের খুদে পড়ুয়ারা ৮ দিন থেকে মিড ডে মিল থেকে বঞ্চিত।

আজ শনিবার,শালডাবরা জুনিয়র হাই স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজেশ মণ্ডল জানান, অফিসিয়াল হিসাবে আমি এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছি।কিন্তু বর্তমানে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তিনি আমাকে মিড ডে মিলের সমস্ত কাগজ পত্র না দেওয়ায় জন্য। মিড ডে মিলের রান্না করতে পারছি না।এনিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে বিষয়টি জানিয়েছি।

ওপর দিকে প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল মহাপাত্র জানান,আমি টাকা তুলতে গেলে আমি টাকা পাচ্ছি নাই।তাই মিড ডে মিল বনধ রয়েছে।

সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ জানান,বিষয়টি গোচরে রয়েছে অতি শীঘ্রই মিড ডে মিল চালু হবে বলে আশ্বাস দেন।

দু নম্বর চক্রের এস আই সাধন সরকার জানান,ওই স্কুলের মিড ডে মিলের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।আসা করছি অতি শীঘ্রই চালু হবে।

ওই গ্রামের বাসিন্দা তথা ভারতীয় জনতা পার্টির মণ্ডল ৩র সহ সভাপতি উপেন্দ্র নাথ গোপ জানান,আমাদের এই স্কুলের মিড ডে মিলের যে সমস্যা রয়েছে তা অতি শীঘ্রই যেন চালু করা হয়। তা সংবাদ মাধ্যমের প্রশাসনের কাছে করজোড়ে আহ্বান জানান।

স্কুলের খুদে পড়ুয়ারা জানান,গত ১০ ই মার্চ থেকে মিড ডে মিল বনধ রয়েছে।কি কারণে বনধ রয়েছে তা আমরা জানি নাই।এছাড়া শিক্ষক মহাশয় জানান কিছু সমস্যা রয়েছে বলে বনধ রয়েছে।

এখন প্রশ্ন একটাই কবে মিটবে মিড ডে মিলের সমস্যা সেই আসায় দিন গুনছে স্কুলের সমস্ত খুদে পড়ুয়ারা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *