নিজস্ব প্রতিনিধিঃ সিপিআই(এম)পলিটব্যুরোর প্রাক্তন সদস্য,পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্টের শাসনের দ্বিতীয় ও শেষ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর বৃহস্পতিবার সকালে জীবনাবসান।২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব।আজ সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিপিএমের এই প্রবীণ নেতা। দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শেষমেশ আজ সকালে বাড়িতেই প্রয়াত হয়েছেন তিনি।প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে সিপিআইএম এর পক্ষ থেকে আসানসোল গির্জা মোড় থেকে ট্রাফিক কলোনি পর্যন্ত এক মিছিল করা হয়।এদিন মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা পার্থ মুখার্জী সহ দলের নেতা কর্মীরা।
এদিন সিপিআইএম নেতা পার্থ মুখার্জী বলেন ক্ষমতায় থাকার পরেও এক অনন্য নেতা ছিলেন বুদ্ধদেববাবু। সর্বদা জনগণের কল্যাণে রাজনীতি করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য গত কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে দূরে ছিলেন। আজ বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে বামপন্থীরা অভিভাবকহীন হয়ে পড়লেন।