প্রান্তিক এলাকায় অসহায় মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে সোনাখালী বাজারে শুরু হলো মানবতা হেল্থ কেয়ার

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য দায়বদ্ধতায় অঙ্গীকারবদ্ধ সমাজ কল্যাণমূলক সংস্থা মানবতা সুন্দরবনের অসহায় মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার কথা ভেবে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার সোনাখালীতে শুরু করলো মানবতা হেলথ কেয়ার। জানুয়ারীর শেষে দক্ষিণ ২৪ পরগনার ,বাসন্তী থানার অন্তর্গত সোনাখালি বাজারে মানবতা নামক এক স্বেছাসেবী সংস্থা একটি বিশেষ মানবিক পদক্ষেপ গ্রহণ করলো। সুন্দরবন প্রান্তিক এলাকায় যেখানে দুঃস্থ অসহায় মানুষেরা কলকাতার নামিদামি চিকিৎসক দ্বারা ন্যূনতম ফিজ এ চিকিৎসা পরিষেবা ও ঔষধ সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবে বারো মাস। যেখানে দন্তচক্ষু সহ সার্বিক চিকিৎসা পরিষেবা মানুষ পাবে।এদিনের এই শুভ উদ্বোধন কর্মসূচি সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মুফতি সুজাউদ্দিন সাহেব। অতঃপর প্রতীকি বৃক্ষরোপণ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। পরপরই ফিতে কাটার মধ্য দিয়ে মানবতা হেল্থ কেয়ারের উদ্বোধন সম্পন্ন হয়। প্রতিকী বৃক্ষরোপণ ও হেল্থ কেয়ারের উদ্বোধন করেন এদিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি আল আমীন মিশনের সুপারভাইজার আলহাজ্ব সেখ মারুফ আজম। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মুফাক্কারুল ইসলাম, কলকাত মেডিকেল কলেজের প্রফেসর ডা.ফরিদ খন্দকার,আবুসিদ্দিক খাঁন(সিরাত সাধারণ সম্পাদক),বাপিরুল হোসেন খান (টিচার ইনচার্জ, আল-আমীন মিশন, খলৎপুর, সিনিয়র সেকশন),সেখ সোহেল জাবেদ (ইনচার্জ, আল আমিন মিশন, খলৎপুর, নীট কোচিং সেকশন)ডা: নাসিম জাভেদ (ডি.এন দে হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল),ডা: মোজাহিদুল ইসলাম (ডাইরেক্টর, মানবতা হেলথ কেয়ার, সোনাখালি) ডা: আসাদুল আকঞ্জি ও ডা. সুহান আহমেদ (ন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল), ডা: সাজিরুল হক(নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল) সহ এলাকার বহু সমাজ সেবী সহ মানবতার সদস্যগন। এদিন সাধারণ মানুষের জন্য ফ্রি হেলথ চেকআপ এর সুব্যবস্থা ছিল। চিকিৎকরা শতাধিক মানুষকে পরিষেবা প্রদান করেন। মানবতা’র এই কর্মসূচি দেখে স্থানীয় মানুষ বেজায় খুশি। আর দু:স্থ পরিবার যারা টাকার অভাব এ দীর্ঘদিন চিকিৎসা করাতে পারছিলনা এই পরিষেবা পেয়ে তাদের মুখে হাঁসি ফুটেছে। মানবতার কর্ণধার জুলফিকার আলী পিয়াদা বক্তব্যে বলেন আগামী ৬ মাসের মধ্যে মানবতা নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার চালু করবে এবং আগামীতে সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকাতে একটি হসপিটাল এর ভিত্তি প্রস্থর করা হবে।মানবতার এই হেলথ কেয়ারে এতিম পরিবার ও বাঘের আক্রমণের ফলে অভিভাবকহারা অসহায় পরিবারা বিশেষ সুবিধা পাবে বলে তিনি আশ্বাস দেন। সভা মুখ্য শেখ মারুফ আজম সাহেব তার বক্তব্যে বলেন আল আমীন মিশন শুরু হয়েছিল মাত্র সাত জন ছাত্রকে নিয়ে আজ তা ৭৫ শাখার প্রতিষ্ঠান হিসেবে পূর্ণতা পেয়েছে,মানবতা আজ যে পদক্ষেপ গ্রহণ করল আগামী দিনে এটা সুন্দরবন এলাকার মানুষের জন্য একটা আশীর্বাদ হবে। শিক্ষারত্ন শিক্ষক মোফাক্কারুল ইসলাম কোরআন হাদিসের আলোকে সুন্দর বক্তব্য রাখেন। তিনি বলেন মানুষের পাশে থাকা মানুষের সেবা করা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ বলা যেতে পারে এবং অবশ্যই এটা তাঁর ই ইবাদত। এদিনের অনুষ্ঠানে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পূর্ন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা: তৌহিদুর রহমান ও সুহানা পারভিন। মানবতা নামক সংস্থার এই উদ্যোগ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ সাধুবাদ জানান। আশা করা যায় আগামী দিনে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে জনকল্যাণে এক বিশেষ ভূমিকা রাখবে এই সংস্থা।