সঙ্কেত ডেস্ক: সৌমিত্র খাঁ-এর কনভয় আটকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ । এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি প্রার্থী আহত হয়েছেন বলে অভিযোগ বিজেপির।
অভিযোগের তির তৃণমূলের দিকেই । ঘটনাটি ঘটেছে পাত্রসায়ের থানার বেলুট গ্রামে । এদিকে, হামলার প্রতিবাদে পাত্রসায়ের থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে সৌমিত্রর বিরুদ্ধে । গোটা ঘটনা একটা নাটক বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল । দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সুজাতা বলেন,’সৌমিত্র নিজেই লোক দিয়ে নিজের দলের কর্মীদের মার খাইয়েছেন ।’
বিজেপির অভিযোগ, গতকাল পাত্রসায়ের থানার বেলুট গ্রামে বিজেপির ভোট প্রচার এবং দলীয় একটি কর্মসূচির কথা ছিল। সেখানে যোগ দেওয়ার জন্য সৌমিত্র খাঁ এবং সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি যাচ্ছিলেন। সেই সময় বেলুট গ্রামে ঢুকতেই রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা অঞ্চল সভাপতি তাপস বারি অন্যান্য কর্মীদের দিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের গাড়ি ও কনভয় আটকে হামলা চালান। এরপরই দুপক্ষের মধ্যে ব্যাপক মারপিট হয়। বিজেপির অভিযোগ, সোনামুখী বিধানসভার বিজেপি কনভেনার তাপস মিত্র সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ঘটনার প্রতিবাদে দলীয় কর্মীদের এবং আহতদের সঙ্গে নিয়ে সোজা পাত্রসায়র থানায় গিয়ে হাজির হন সৌমিত্র খাঁ ।
অন্যদিকে, পালটা তৃণমূলের অভিযোগ, রসুলপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তথা প্রাক্তন প্রধানকেই মারধর করেছে বিজেপি। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল আবার দাবি করেন, সৌমিত্র নিজেই দুষ্কৃতীদের সাহায্যে নিজের দলের কর্মীদের মার খাইয়েছেন। এটা দেখিয়ে তিনি সহানুভূতি পেতে চায়ছেন। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন ‘এই ঘটনা একটা সেটিং গল্প । উনি নিজেই দুষ্কৃতিদের উসকে নিজের দলের কর্মীদের মার খাইয়েছেন । আর সেন্টিমেন্ট এবং ফুটেজ নিতে চাইছেন । বোঝাতে চাইছেন তিনি বড় নেতা ।’