দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- একদিকে বিদ্যুতের লাগামছাড়া দাম বৃদ্ধি, অন্যদিকে গ্রাহকদের প্রিপেড স্মার্ট মিটার লাগিয়ে নতুন কায়দায় ব্যাপক হারে মাশুল আদায়ের পরিকল্পনা, এর প্রতিবাদ করতে নামলো বামপন্থীরা। বুধবার পুরুলিয়ার বাঘমুণ্ডির সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পূর্ব ও পশ্চিম লোক্যাল কমিটির তরফে বাঘমুণ্ডি বিদ্যুৎ দপ্তরে গিয়ে স্টেশন ম্যানেজারকে প্রতিনিধি মূলক ডেপুটেশন ও সাক্ষাৎকার কর্মসূচি করেন। কর্মসূচিতে সামিল হন সারাভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য তথা বাঘমুণ্ডি জোনাল কমিটির সাধারণ সম্পাদক জয়সিং মাহাতো, বাঘমুণ্ডি পূর্ব লোক্যাল কমিটির সম্পাদক পরিমল কুমার, পশ্চিম লোক্যাল কমিটির সম্পাদক দেবব্রত মুখার্জী, পুরুলিয়া জেলা কমিটির সদস্য তথা তুন্তুড়ী-সুইসা অঞ্চলের ব্রাঞ্চ কমিটির সদস্য গোপাল চন্দ্র মাহাতো বাঘমুণ্ডি লোক্যাল কমিটির সদস্য গৌরীশঙ্কর কুমার প্রমুখ অন্যান্যরা। জয়সিং বাবু বলেন,কেন্দ্র সরকারের সিদ্ধান্ত মোতাবেক স্মার্ট প্রিপেইড মিটারের প্রতিবাদে সারা ভারত ফরওয়ার্ড ব্লক আমরা সর্বত্র আন্দোলন চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা এই ভয়ানক বিপদ রুখতে আমরা সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।