Sharing is caring!

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- ১৯৯৫ সালে পুরুলিয়া বাঘমুন্ডি বিধান সভার ঝালদা এক নম্বর ব্লকের মারু মসিনা গ্রাম পঞ্চায়েত প্রধান শহিদ হন দুষ্কৃতির হাতে।

আজ শনিবার ঝালদা এক নম্বর ব্লকের মারু মোড়ে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন প্রধান শহিদ চন্ডী মাহাতোর ২৮ তম প্রয়াণ দিবসের সাথে সাথে শহীদ ফরওয়ার্ড ব্লক নেতা জগদীশ মাহাতোর প্রয়াণ দিবস পালিত হল যথারীতি মর্যাদার সাথে।

জানা গিয়েছে,এদিন প্রথমে দুই শহিদের আবক্ষ মূর্তিতে ফুল পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।পাশাপাশি দুই শহিদ এর জীবনী নিয়ে স্মৃতিচারণা করেন একাধিক ফরওয়ার্ড ব্লক নেতৃত্বরা।

উপস্তিত ছিলেন ফরওয়ার্ড ব্লক পার্টির জেলা সহ সভাপতি ধীরেন্দ্র নাথ মাহাতো,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য দেবরঞ্জন মাহাতো,জেলা কমিটির সদস্য মুকেশ দাস,ঝালদা উত্তর লোক্যাল কমিটির সম্পাদক সৌরভ ভট্টাচার্য, অভয় সাহু সহ পার্টির একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *