সংবাদদাতা,পুরুলিয়া: দুষ্কৃতীদের হাতে নিহত ফরওয়ার্ড ব্লক নেতা চন্ডী মাহাতো ও জগদীশ মহাতর স্মরণে শুরু হল তিন দিন ব্যাপী শহীদ মেলা। এদিন উভয় শহীদের বেদিতে মাল্যদান করেন ফরওয়ার্ড ব্লকের নেতা কর্মীরা উপস্থিত থাকেন শহীদ পরিবারের সদস্যরা। মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের নেতা তথা প্রাক্তন বিধায়ক ধীরেন মাহাতো। অনুষ্ঠিত হয় স্মৃতি চারনাও।

পরবর্তীতে মহিলা ফুটবল খেলার উদ্বোধন করেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য দেবরঞ্জন মাহাতো উপস্থিত ছিলেন জেলা নেতা অজিত কুমার সাহু, মুকেশ দাস সহ শহীদ মেলা কমিটির সভাপতি পরশুরাম মাহাতো, সম্পাদক দীনেশ রজক প্রমুখ।
মেলা কমিটির পক্ষে মনোজ মাহাতো ও বুধুরাম মাহাতো জানান তিন দিন ব্যাপী চলবে এই মেলা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে মেলা জুড়ে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *