তারক হরি, পশ্চিম মেদিনীপুর
অমানবিক ঘটনায় কান্নার রোল ! শোকে বাকরুদ্ধ গোটা এলাকা।
ফুটন্ত গরম ডালের কড়াইয়ে পড়ে মৃত্যু হল এক চার বছরের বালকের।মর্মান্তিক এই ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত পিন্ডরুই এলাকায়। মৃত শিশুর নাম শিশুর নাম শুভ্র সাঁতরা,বয়স ৪ বছর।
জানা গিয়েছে, ২৫ মে গত ষষ্ঠ দফা ভোটের দিন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পিন্ডরুই এলাকার পঞ্চায়েত সদস্যা শ্যামলী প্রামানিক সাঁতরার বাড়িতে দলীয় কর্মসূচির রান্না চলছিল। সেই সময় সকলের অলক্ষে ক্ষুদে শিশুটি ফুটন্ত গরম ডালের কড়াইয়ে পড়ে যায়।এরপর দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে পিংলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরবর্তীতে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার শিশুটির মৃত্যু হয়।এ খবর বাড়িতে পৌঁছাতেই কান্নার রোল পড়েছে পরিবারে।এলাকা জুড়ে শশ্মানের নিস্তব্ধতা নেমেছে!