নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:
রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের পরিপূরক পুষ্টি আহার দেওয়া হলেও দেখভালের দিকে যে গ্যাপ একটা থেকেই যাচ্ছে তা ফের প্রমাণ হল।
মিড ডে মিলের খাবারে টিকটিকি, আরশোলা, ইঁদুর বিতর্ক অব্যাহত!
এবার ঘটনাস্থল সেই পশ্চিম মেদিনীপুর।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ব্লকের মাংরুল পঞ্চায়েতের লোডপুরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খাবারে টিকটিকি থাকার কথা জানাজানি হতেই ক্ষীরপাই স্বাস্থ্যকেন্দ্রে ছুটে গিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, অনেক শিশু ও মায়েরা এই খাবার খেয়েও নেন। আবার অনেকেই খবর পেয়ে সেই খাবার আর খাননি। এদিকে খাবার খেয়ে বেশ কিছু শিশুর বমি শুরু হয়। এ ঘটনায় প্রায় ৩০ জন হাসপাতালে চিকিৎসাধীন বলে সূত্রে খবর।
এদিকে ঘটনার খবর পেয়েই ক্ষীরপাই হাসপাতালে যান বিডিও সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা।
চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শুরু করেছে।উপস্থিত সকলকে আশ্বস্থ করে অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন।
গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিভাবক সহ স্থানীয় বাসিন্দারা। তাঁরা অঙ্গনয়াড়ি কর্মীদের গাফিলতির অভিযোগ তুলে কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন।