সঙ্কেত ডেস্ক: সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ডকরল রাজ্য স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার স্বাস্থ্য ভবনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে। ১৬ অগাস্ট থেকে টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদের পর গতকাল তাঁকে আরজি করে দুর্নীতি ইস্যুতে গ্রেপ্তার করে সিবিআই। আর সেই গ্রেফতারীর পর সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্যের স্বাস্থ্য দফতর। মঙ্গলবার স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সন্দীপ ঘোষের বিরুদ্ধে ফৌজদারি মামালর তদন্ত চলায় তাকে সাসপেন্ড করা হল।

প্রসঙ্গত, টানা ১৫দিন ধরে জেরা করার পর গতকাল, সোমবার সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। সন্দীপ ঘোষকে হাসপাতালের বিভিন্ন দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়। এদিন, মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে নিয়ে আসা হয় তাঁকে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা এবং সিবিআই আধিকারিক বেষ্টিত হয়ে এদিন সিজিও কমপ্লেক্স থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দেয় সন্দীপ। গাড়ি থেকে নামতেই ভিড়ের মধ্যে থেকে ধেয়ে আসে ‘চোর চোর’ স্লোগান। কোনরকমর ভিড় ঠেলে সন্দীপকে নিয়ে আদালতের ভিতরে প্রবেশ করেন সিবিআই আধিকারিকেরা।

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। রাজ্যজুড়ে প্রতিদিন চলছে প্রতিবাদ। ঘটনার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই নিরাপত্তা এবং উপযুক্ত বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন আরজি করের জুনিয়ার চিকিৎসকরা। সন্দীপ ঘোষের পদত্যাগের দাবি জানানো হয়। আন্দোলনের চাপে পড়ে সন্দীপ নিজেই অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। পরে তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ করেছিল রাজ্য সরকার। সেখানেও বিক্ষোভ শুরু হয়। কলকাতা হাইকোর্ট এরপর সন্দীপকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ দেয়। পরে ন্যাশনাল মেডিকেলের দায়িত্ব থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *