ফ্র্যাটারনিটি মুভমেন্টের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি হলেন দক্ষিণ চব্বিশ পরগনার ব্রাদার মনোয়ার হোসেন
বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- জানুয়ারি ২০২৫ এর শুরুতে রাজ্যের বাছাইকৃত সদস্যদের উপস্থিতিতে রাজ্য অফিস যাত্রাগাছি, নিউ টাউন এ
ফ্র্যাটারনিটি মুভমেন্টের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ব্রাদার লুবাইব বাসির এর তত্ত্বাবধানে রাজ্য কমিটি ও রাজ্য সভাপতি নির্বাচন সম্পন্ন হয়। এদিন ফ্র্যাটারনিটি মুভমেন্টের পশ্চিমবঙ্গ শাখার নবনির্বাচিত সভাপতি মনোনীত হলেন দক্ষিণ চব্বিশ পরগনার ব্রাদার মনোয়ার হোসেন। পাশাপাশি এদিন বিদায়ী রাজ্য সভাপতি ব্রাদার আরমান আলী নবনির্বাচিত রাজ্য কমিটি ও রাজ্য সভাপতি কে হার্দিক শুভকামনা জানান। ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি জনাব শাহজাহান আলী নবনির্বাচিত রাজ্য সভাপতি ব্রাদার মনোয়ার হোসেনকে অভিবাদন জানান।