নিজস্ব প্রতিবেদন ,বীরভূমঃ এবার থেকে আর তারাপীঠের গর্ভগৃহে ছবি তোলা যাবে না। এছাড়া স্মার্টফোন নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না। আজ সকাল থেকেই ছবি তোলার নিষেধাজ্ঞা জারি হয়েছে। একইসঙ্গে আগামী ১ জানুয়ারি থেকে বিগ্রহ স্পর্শ করা যাবে না। শুধু তাই নয়, এবার থেকে গর্ভগৃহের ভিতরে অঞ্জলিও দেওয়া যাবে না। তারাপীঠ মন্দির কমিটির তরফে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
তারাপীঠ মন্দির চত্বর জুড়ে বেশ কয়েক জায়গায় চার দফার বিজ্ঞপ্তি জারি করে সাঁটিয়ে দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, ১ পৌষ সোমবার তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা, মায়ের সঙ্গে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এমনকী পুজো দিতে নিয়ে যাওয়া কোনও সেবাইতও স্মার্ট ফোন নিয়ে ভিতরে যেতে পারবেন না। সোমবার থেকে মন্দিরের ভিতর মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে অঞ্জলি দেওয়া বন্ধ। তার পরিবর্তে মন্দিরের চত্বরে অঞ্জলি সেরে পুজো দিয়ে মাকে দর্শনের জন্য মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবে। অনেক পুণ্যার্থী রয়েছেন যারা তারা মায়ের পুজো দেওয়ার পাশাপাশি ছবি তুলতে ব্যস্ত থাকেন। মায়ের গর্ভগৃহে প্রবেশ করে ছবি তোলার ক্ষেত্রে অন্যান্য পুণ্যার্থীদের অনেক সমস্যা হয়। এই বিষয়টির উপর নজর রেখে আর তারাপীঠে তারা মায়ের গর্ভগৃহে ঢুকে ছবি তোলা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তা কেবলমাত্র পুণ্যার্থীদের জন্য নয়, এই নির্দেশিকা প্রত্যেকের জন্য অর্থাৎ মন্দিরের সেবায়েত অথবা সহকারি পূজারীদের জন্যও। এবার এই নিয়ম কার্যকর হয়ে যাওয়ার পর থেকে আর কেউই তারা মায়ের গর্ভগৃহে স্মার্টফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। ছবি তুলতে তুলতে কোন পুণ্যার্থী মন্দির চত্বরে প্রবেশ করতে পারবেন না।
তারাপীঠ সেবাইত কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, দিন দিন মন্দির চত্বরে বাড়ছে ভক্তদের ভিড়। এমন পরিস্থিতিতে যেন কোন ভক্তর অসুবিধা না হয় তার জন্য বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। যেন কোন ভক্ত লাইনে দাঁড়িয়ে অসুবিধা সম্মুখীন না হন তার জন্য এই সব নিয়ম জারি করা হয়েছে। গর্ভগৃহে প্রবেশ করে মায়ের পুজো দেওয়ার পরই সঙ্গে সঙ্গে ভক্তদের বেরিয়ে যেতে হবে, ছবি তোলা বা এই ধরনের কোন কাজের জন্য এক দন্ড বিলম্বিত করা যাবে না। এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মূলত সমস্ত ভক্তদের কথা মাথায় রেখে।আমরা ভক্তদের স্বাচ্ছন্দ্য একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে এই নিয়মগুলি বলবৎ করার চেষ্টা করছি। সকলেই এই বিধি আরোপে একমত হয়েছে। আমরা সকলের কাছে সহযোগিতা চেয়ে আগেই বিজ্ঞপ্তি জারি করেছি।