নিজস্ব প্রতিনিধি,কেশপুর, পশ্চিম মেদিনীপুর: ঘাটাল লোকসভার অন্তর্গত কেশপুর ব্লকের আনন্দপুর এলাকায় ভোট প্রচারে দীপক অধিকারী সঙ্গে বন্ধু কাঞ্চন মল্লিক। মঙ্গলবার বিকেলে তেঘরী অঞ্চলের মোহনপুর, আমলাবনী, আনন্দপুর হয়ে কেশপুরে গিয়ে প্রচার শেষ হয়। প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন প্রথমবার কেশপুরে কাঞ্চন দা আমার সাথে আসলো, আস্তে আস্তে কাঞ্চন দাও বলছিলো কেশপুরে রাস্তাঘাট কত উন্নত হয়ে গেছে। হিরনের অভিযোগের ভিত্তিতে দেব বলেন, এটা বিধানসভা নির্বাচন নয়! প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট! উনি কেন্দ্রের এমন দশটা বা পাঁচটা প্রকল্পের নাম বলুন যেটায় কেশপরের মানুষ সুবিধা পেয়েছে। সেই সঙ্গে তিনি বলেন ঘাটালের আসল কাজ ঘাটাল মাস্টারপ্যান রূপায়ণের রূপরেখা তৈরি হয়ে গেছে। এখানে “কন বানেগা মুখ্যমন্ত্রী নয়, কন বানেগা প্রধানমন্ত্রী” র ভোট হচ্ছে। তবে আগামী লোকসভার থেকে কেশপুরে ভোট মার্জিন বাড়বে কিনা সে বিষয়ে প্রশ্ন করতে তিনি বলেন, মার্জিন এর নেশা আমার নেই। একটা ভোটে জিতলেও সেটা জয় আমি মনে করি। কেশপুরে এত মানুষের ভালোবাসা আমার সাথে রয়েছে এটাই আমার কাছে অনেক। দেবকে হিরনের ব্যক্তিগত আক্রমণের উত্তরে দেব বলেন যদি এক বছর আগের থেকে ভোট ঘোষণা হতো, তাহলে হিরন বলতো দেবের জন্যই মনে হয় ভারত ওয়ার্ল্ড কাপ হেরে গেছে। তবে কাঞ্চন মল্লিক কে প্রশ্ন করলে, তিনি বলেন কেশপুরে মানুষের যে ভালবাসা পেয়েছি, তাতে আমি আপ্লুত। এত মানুষের ভালোবাসা দেবের সঙ্গে আছে তাতে দেব অনেক বেশি ভোটে জিতুক এটাই আমি চাইবো।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *