নিজস্ব প্রতিনিধিঃ জুনেই বিশ্বকাপ জিতেছিলেন। এবার সেই জুনেই এল লোকসভায় জয়।২২ গজের বাইরে রাজনীতির ময়দানে কীর্তি আজাদ বিশাল ছক্কা মেরে মাঠের বাইরে পাঠালেন রাজনৈতিক প্রতিপক্ষ দিলীপ ঘোষ কে। পোড়খাওয়া রাজনীতিবিদ দিলীপ ঘোষকে প্রায় ১৩৬৯৫৭ ভোটে হারিয়ে দিলেন ৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য কীর্তি আজাদ। ভাবা হয়েছিল দিলীপের ক্যারিশমার কাছে পাত্তা পাবেন না ভিন রাজ্য থেকে আসা কীর্তি। তবে দিনের শুরু থেকেই কীর্তির কীর্তি বোঝা গেল। শুরু থেকেই লিড নিয়েছিলেন। সময় গড়ানোর সঙ্গেই ব্যবধান বাড়তে থাকে। শেষমেশ বিকেলেই জানা যায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে মহীরুহ পতন। হেভিওয়েট বিজেপি প্রার্থীকে হেরে বিদায় নিতে হচ্ছে।
নিজের এই জয়ে উচ্ছসিত কীর্তি আজাদ বলেন “মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনও সিদ্ধান্ত নেন, অনেক ভাবনা চিন্তা করেই তা যেন। উনি যখন আমাকে এখানে নিয়ে আসেন, তখন ওঁর বিশ্বাস ছিল এখানকার সবাইয়ের আশীর্বাদ পাব।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *