দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- নতুন বছরকে স্বাগত জানাতে সোমবার দলে দলে পর্যটকদের সমাগমে জমজমাট হয়ে উঠেছে অযোধ্যা পাহাড়। জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়ায়, সকাল দিকটায় চারিদিকে কোয়াশার চাদরে মোড়া পরিবেশ, বেলা বাড়তেই রোদ ঝলমলে আকাশ ছিলো এদিন। শীতের আমেজ উপভোগ করতে পাহাড়ে দলে দলে আসা পর্যটক ছিলো মগ্ন। অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, মার্বেল লেক, বামনী ফলস সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঠাসা ভিড় লক্ষ্য করা যায়। পর্যটকদের পিকনিক করার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারিত করেছে স্থানীয় প্রশাসন। এছাড়াও প্রশাসনের তৎপরতাই দুর্ঘটনা এড়াতে পাহাড়ের বিভিন্ন প্রান্তে ছিলো বাঘমুণ্ডি থানার পুলিশ।বেড়াতে আসা এক পর্যটক জানান, এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও শীতের আমেজ সত্যিই উপভোগ করার মতো। অপরদিকে পর্যটক আসার পর ভালো ব্যবসা হওয়ায় খুশি পর্যটন ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা। অন্যদিকে লহরিয়া সুন্দরী অযোধ্যা পর্যটন কেন্দ্রের সম্পাদক তপন চন্দ্র মাহাতো জানান, কমিটি থেকে পর্যটকদের বিভিন্ন ভাবে পরিষেবা দেওয়া হচ্ছে। এবছর সিসি ক্যামেরা বসানো হয়েছে কমিটি থেকে, চারদিকে নজর রাখার জন্য।স্থানীয় পুলিশ প্রশাসন বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন। এবারেও পর্যটকদের বাসের পাশাপাশি ছোটো গাড়ির সংখ্যাটাও কম নয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *