নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:বর্ষ বরনের রাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু এক ট্রাফিক কনস্টেবল এর, গুরুতর জখম ডি এস পি ট্রাফিক,ও দুই সার ইন্সপেক্টর সহ পাঁচ জন।পুরুলিয়া শহরের রাঘবপুর মোড়ে রবিবার গভীর রাতে ট্রাফিক ডিউটি করার সময় আবগারী দপ্তরের একটি বুলেরো গাড়ি সরাসরি ধাক্কা মারে ট্রাফিক পুলিশের টিম টিকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে পাঁচজনেই।তাদের পু্রুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে আনা হয়। সেখান থেকে ৩৪ বছর বয়স্ক বাবলু গরাঁই কে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে তার মৃত্যু হয়। মৃতের বাড়ি বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার আমজোড়া গ্রামে। ঘাতক গাড়ির চালক কাশিনাথ মন্ডলকে গ্রেফতার করে পু্রুলিয়া সদর থানার পুলিশ। সোমবার তাকে আদালতে তোলার হলে বিচারক তাকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।