বাংলাদেশিদের সঙ্গে বিএসএফের বচসায় সাধারণ মানুষ না জড়াতে সতর্ক করলেন মমতা

সঙ্কেত ডেস্ক:
বাংলাদেশিদের সঙ্গে বিএসএফের বচসায় সাধারণ মানুষ যাতে না জড়ান, মঙ্গলবার মালদা থেকে সেই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার মালদার সভা থেকে মমতা বলেন, ‘ওপার বাংলায় একটু সমস্যা হচ্ছে। কিন্তু বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ-এর। যদি কোনও অন্যায় হয় আমরা দেখে নেব। কিন্তু বিএসএফ-এর সঙ্গে ওদের বচসা হলে আপনারা যাবেন না।কিন্তু লক্ষ্য রাখবেন, কোনও সমাজ বিরোধী বা জঙ্গি যাতে কারও বাড়ি বা হোটেল ভাড়া নিয়ে বাসা না বাঁধতে পারে। কোনও সমাজ বিরোধী যেন ঘুঘুর বাসা বানাতে না পারে। তাহলে তা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়।’
উল্লেখ্য গত কয়েকদিনে ভারত-বাংলাদেশ সীমান্তে নানা জায়গায় উত্তেজনার খবর সামনে এসেছে। সম্প্রতি মালদার বৈষ্ণবনগর থানার শুকদেবপুরে বেশ কয়েকজন বাংলাদেশির প্রবেশের অভিযোগ ওঠে। এমনকি ভারতীয় কৃষকদের জমির ফসল তাঁরা নষ্ট করে বলে অভিযোগ উঠেছিল। এছাড়াও বেশ কয়েকদিন ধরেই সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে সংঘাত দেখা গিয়েছে বিএসএফ এবং বিজিবির মধ্যে। এই আবহে একধিক জায়গায় ভারতীয় ভূখণ্ডের কাঁটাতার দিতে গিয়ে বাধার মুখে পড়ছে বিএসএফ। এর জেরে সীমান্তের বহু জায়গায় ছড়িয়েছে উত্তেজনা। এই সবকিছু নিয়ে রাজ্য সরকারও চিন্তিত ৷ তা এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যেই পরিষ্কার ৷