সঙ্কেত ডেস্ক: ২০১৯ সালের মতই ২০২৪ সালেও পশ্চিমবঙ্গে সাত দফাতেই লোকসভা ভোট হচ্ছে।আসুন দেখে নিই বাংলার কোন কেন্দ্রে ভোট কবে….

১৯ এপ্রিল- কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার

২৬ এপ্রিল- রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং

৭ মে- মালদহ দক্ষিণ, মালদহ উত্তর, মুর্শিদাবাদ, বহরমপুর

১৩ মে- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান-পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম

২০ মে- হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, বারাকপুর, শ্রীরামরপুর, দমদম, বনগাঁ, বসিরহাট, দমদম

২৫ মে- পুরুলিয়া, বাঁকুড়া, তমলুক, কাঁথি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর

১ জুন- দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর।

পাশাপাশি বাংলার দুটি বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষিত হল। তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পর তাপস রায়ের ছেড়ে যাওয়া বরানগর ও মুর্শিদাবাদের ভগবানগোলায় বিধানসভা উপনির্বাচন হবে লোকসভা ভোটের তৃতীয় ও সপ্তম দফায়। ভগবানগোলায় ভোটগ্রহণ ৭ মে। বরানগরে পয়লা জুন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *