নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর:
বাংলার আবহাওয়াই যেভাবে পারদ ক্রমশ চড়ছে,ঠিক তার সাথে পাল্লা দিয়ে রাজনৈতিক পারদ চড়ছে। একে অপরকে নিশানা করে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন লোকসভার প্রার্থীরা।
শনিবার বিকেলে মেদিনীপুর সদর ব্লকের বিভিন্ন এলাকায় তার প্রচার কর্মসূচিতে অংশ নেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।এদিন দলীয় কর্মীদের নিয়ে মেদিনীপুর সদরের চাঁদড়া এলাকায় একটি সাংগঠনিক বৈঠকও সারেন। এরপর একটি দলীয় রক্তদান শিবিরে যোগ দিয়ে রক্তদাতাদের গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জ্ঞাপন ও এমন জীবনদায়ী কর্মযজ্ঞে আরও এগিয়ে আসার জন্য উৎসাহিত করেন।
এদিন প্রচার পর্ব সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই একের পর এক নিশানা ছুঁড়লেন।
অগ্নিমিত্রা বলেন,বিগত ৩৪ বছরের বামফ্রন্ট সরকার রাজ্যটাকে এমনিতেই অনেক পিছিয়ে দিয়েছিলো। নিজেদের সন্তানদের বাইরে পাঠিয়ে ভালো পড়াশোনা করালেও, ইংরেজি শিক্ষা তুলে দেওয়া, কম্পিউটার এর বিরোধী ছিল।রাজ্যজুড়ে একাধিক কলকারখানা বন্ধ থেকে শুরু করে মরিচঝাঁপি মতো ঘটনা ঘটিয়েছিলো।বাংলার মানুষ ভেবেছিল পরিবর্তন এনে তৃণমূলকে আনে,কিন্তু এই মুখ্যমন্ত্রী আবার বামফ্রন্টের থেকেও বেশি অত্যাচারী।”
পাশাপশি গতকাল রাতের খড়গপুরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন,পুলিশের ন্যূনতম লাজ লজ্জাটুকু নেই।ভোট করাতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে উদ্দেশ্য করে “একচুল্লি জলে ডুবে মরুন” বলে আক্রমণ শানালেন অগ্নিমিত্রা।