নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:- পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তুন্তুরী সুইসা অঞ্চল যা পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যর সাথে একেবারে সেঁটে।
এই মেলার বিশেষ আকর্ষণ হল আম, এখানে বিভিন ধরনের রসালো, সুস্বাদু আম খুব সস্তায় পাওয়া যায়। যার কারণে এই মেলাটি আমের মেলা নামেও জনপ্রিয়। সাথে সাথে হারুপডি গ্রামের নাম হিসাবে হারুপ মেলা, অবশেষে ইর্গুনাথ বাবার নামানুসারে “ইর্গুনাথ মেলা” নামেও পরিচিত।
ইর্গুনাথ হল নাঙ্গা বাবা, যেটি একটি অতি প্রাচীন ধ্বংসপ্রাপ্ত চৌকুনা মন্দিরে অবস্থিত। চৌকুনা সীমানা প্রাচীর ও চরকুনিয়া পুকুরের চিহ্ন অবস্থিত। যার কারণে গবেষকরা বিশ্বাস করেন যে এই স্থানটি একসময় জৈন ধর্মের অনুসারী লোকদের বাসস্থান ছিল এবং এটি একটি জৈন মূর্তি হিসাবে বিবেচিত হয়। এই জৈন মন্দিরটি পরে ইর্গুনাথ মন্দির নামে পরিচিত হয় এবং পুরুলিয়া জেলা সহ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যর থেকে লোকেরা এই মেলা দেখতে, প্রার্থনা করতে এবং জলাভিষেক করতে আসেন।ঝাড়খণ্ড, ওড়িশা, ঘাটশিলা, বহরগোড়া, বোদাম, পটমদা, চাকুলিয়া, রাঁচি, বুন্ডু ,তামর, সিলি, মুড়ি, বাগমুন্ডি, ঝালদা, বলরামপুর,পুরুলিয়া সহ বিভিন্ন স্থান থেকে বহু মানুষ মেলা দেখতে আসেন।
এই বৎসর এই মেলায় তীব্র দাবদাহ কে মাথায় রেখেই জয় হিন্দ ট্রেনিং সেন্টারের পরিচালনায়, হোযাটসঅ্যাপ জঙ্গল মহল গ্রুপ ও এলাকার বিশিষ্ট সমাজ সেবীদের সহযোগিতায় এক বিশাল জল ছত্র এর আয়োজন করা হয় মেলাতে আসা সকলের জন্য।
মেলায় আসা সকলেই তাদের এই মহৎ উদ্যোগ কে কুর্ণিশ জানিয়েছেন।